ইচ্ছেপলাশ ও অভিজিত ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
এদিকে সাড়ে তিনসহস্র বর্ষ পরে
ভবিষ্যত মানুষ একটি জলগ্রহে ...
জমিয়ে দিয়েছে পাড়ি আর
পৃথিবীকে জানিয়েছে বিদায় ;
অবশ্য পৃথিবীতেও থেকে গেছে কিছু ..
সেই সে গ্রহের নাম অভিজিত ...
একটি গ্রহ অন্য ছায়াপথে ,
ভবিষ্যতের মানুষ বেঁধেছে ঘর
উন্নত বিজ্ঞানের জয়রথে !
আবার ভবিষ্যত পার্থিবদের ভয় ,
যদি সময়ের সমীকরণ বদলে যায় ;
তাই উন্নত তারা পাঠাল সারথী ..
অতীতের পৃথিবীতে ভবিষ্যত অতিথি ;
ডেভিডস ডোমে এক অগ্নিপিণ্ড ...
অকস্মাত ঝলকানি ইচ্ছেপলাশে ,
পর্বতারোহিনী সারথীর হল আগমন
পলাশ বৃক্ষটি জ্ঞাত তরঙ্গের আভাসে !
পুরুলিয়ার এক পর্বতারোহন কেন্দ্রে
পৌঁছাল সে মধুলিকা নাম নিয়ে ,
উদ্দেশ্য তার ভবিষ্যতের সুরক্ষা
একটি ছেলেকে প্রশিক্ষণ দিয়ে ....
পৃথিবীতে কেন সকল গ্রহেই আছে ..
সময়চক্র কালচক্র স্থান ..
সেই জায়গা হল অতি মনোরম ..
সময়যাত্রী পায় ভীষণ আরাম ..
( চলবে )
সূত্ৰ : পূজাবার্ষিকী আনন্দমেলার " ইচ্ছেপলাশ " উপন্যাস ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।