সুশান্তের মৃত্যু || ভবিষ্যত স্তব্ধ
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি মধুলিকা বোস , পর্বতারোহী
মার্কিন যুক্তরাষ্ট্ৰ স্থায়ী নিবাস ;
কলকাতায় এসেছি ছুটি কাটাতে ,
প্রশিক্ষণ শিবিরে সানন্দে দিচ্ছি প্রয়াস !

সারথী তিনের যেখানে প্রবাস ...
সেই জলগ্রহ দুর্গম পার্বত্য !
সেইখানে আজ মনুষ্য আবাস ,
পর্বতারোহনে সকলেই অভ্যস্ত !

অতীত মানবের অনিবার্য ভুলে ..
ভবিষ্যতের বিনাশ সম্ভাবনা ,
সেইহেতু সারথী তিনের
অতীতের পৃথিবীতে আনাগোনা !

অতীতের আবিষ্কার এই ধরিত্রী তিন ;
অভিজিত গ্রহ তার পোশাকি নাম ,
সেই আবিষ্কার যাতে সুষ্ঠুভাবে হয় ;
তার প্রচেষ্টাতেই ব্যস্ত ভবিষ্য ধরাধাম !

কোন এক গননায় অনিবার্য
আবিস্কারকের বিনাশ ....
সেই দুর্ঘটনা এড়াতে তাই
মধুলিকার অতীতবাস !

সুদূর অতীতে কোনো একদিন
সেনাবাহিনীর সুশান্ত সেন ...
ডেভিড চূড়ার ফাটল দিয়ে
ভিতরে পড়ে গেছেন ...

তাই পিতাকে বাঁচাতে
একদিন আচম্বিতে ...
জিষ্ণু সেন ইঞ্জিনিয়ার
ঘুরে আসবে অভিজিতে !

সেইটাই যাতে হয় তাই
এসেছে সারথী তিন ,
জিষ্ণুকে নিয়ে প্রশিক্ষনে
পড়ে আছে রাত দিন !

কৃত্ৰিমভাবে বরফ তৈরী ...
গোপন ট্রেনিং চলছে ;
ভবিষ্যতের আবিষ্কারক
ভবিষ্য মানুষ গড়ছে ...

কাজ শেষ করে সারথী তিন ,
বিদায় জানায় জিষ্ণুকে;
দিয়ে আসে বহু ইকুইপমেন্ট ,
প্রয়োজন যার পদে পদে !

এদিকে ভবিষ্যত জলগ্রহে
আসে লাল সংকেত !
সুশান্ত সেন ডেভিডস ডোমে ..
নেহাল সিংহের তত্ত্বাবধানে ...
সড়ক খোঁজায় ব্যস্ত হয়ে
নেমে পড়েছেন অসাবধানে !

ডেভিডস ডোমে মধুলিকা
এক অদ্ভুত প্রোগ্রামিং এ ..
জিষ্ণু সেনের স্মৃতিতরঙ্গ
যোগ করছে কোনোক্রমে !

তাই তো যেকোনো ব্যক্তি ..
সেই ডোমের কাছে গেলেই ;
প্রাকৃতিক ঝড়ে বিনষ্ট হবে ,
তার তো মৃত্যু হবেই !

সেই সাবধান বাণী সে ...
জিষ্ণুকেও বলেছিল ;
গল্পকাহিনীছলে সে ...
তার স্মৃতিতেও ভরেছিল !

তবুও গননাবলে
এক অনিবার্য অদৃষ্টে ...
স্যাটেলাইট ফোনে জিষ্ণু
বাবাকে পারল না তা বলতে ...

তাই তো হিমানী সম্প্রপাতে ..
সুশান্ত সেন হারিয়ে গেলেন ,
মৃত্যু গভীর খাদে ,
শুধু তাই নয় .....
সাড়ে তিনসহস্র বর্ষ পরে ,
জলগ্রহ অভিজিতের ঘরে ,
মানুষের সভ্যতা মুছে গেল !
সেখানে মানুষ আসবে কি ক'রে ?

( চলবে )

সূত্ৰ - পুজাবার্ষিকী আনন্দমেলার ইচ্ছেপলাশ গল্প ---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।