আমার ভারতবর্ষ
- সৌম্যকান্তি চক্রবর্তী
ঐ কালে এই কালে পূজেছি
আমার দেশের এই মাটিকে ...
দেশের জন্য প্রাণ দিয়েছে ...
অনেক বলিদান দিয়েছে ,
তেজেছে সর্বসুখ , ঐশ্বর্য ...
ছেড়েছে রাজার সুখ আর রাজ্য ,
এই দেশটা কি পুরো এক ছিল ?
রাজ্য দেশ আর ভুখণ্ডে ...
মনে হয় অনেক ছিল !
ব্রিটিশ শাসকরা ভারতভূমিকে
লুট করেছিল ঠিকই ..
কিন্তু তারা তো বেঁধে রেখেছিল
সমগ্র অখণ্ডতাকে ....
এত বড় দেশ এতগুলো ভাষা
নানা আচরণ নানা বেশভুষা ,
তবু যে কি করে দেশাত্মবোধ
জাগল এমন ভেতরে ?
ইংরেজ তাই পালিয়ে বেঁচেছে ..
ভাগ করে দিয়ে দেশটারে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।