আমার সারাবেলা
- রফিকুল ইসলাম রফিক

সকালকে প্রশ্ন করলাম- তুই, কীরে আমার?
সহাস্যে উত্তর দিলো আমার সোনালি সকাল
আমি তোর একরাশ ধ্ববল কুসুম, শিউলির মালা
গায়ে মাখা সোনারোদ; সবুজ ঘাসের উপর জমে থাকা
চিকচিক শিশির কণার মতো-- মুক্তোর দানা।
গেলাম দুপুরের কাছে- তুই কী বলবি আমায়
কী করে চিনবো তোরে?
সেও দিয়েছে জবাব- থাকেনি নীরব।
জল থৈ থৈ উত্তাল তীর ভাঙা নদী
মিশে যায় আপন মনে সাগরের গায়
যে তোরে কেবলই মাতায়
সেই তোর জীবনের সোনার দুপুর।
এরপর বিকেলের পালা
বুঝলাম - এইখানে লুকানো জ্বালা
অস্ফুট উত্তর তার বুঝা গেলো না
শুধু কানে এলো একটি শব্দ সন্ধ্যার আঁধার।
আমাকে যেতে হলো গভীর রাতের ঘরে
নীরব ভূমিকায়।
গভীর থেকে আরো গভীরে চলে গেলো রাত
আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই
সকালে আবার।
বুঝলাম -এই তো -আমার সারা বেলা।
২৫/১০/১৫।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।