একা থাকা
- সৌম্যকান্তি চক্রবর্তী

কি করে বলব তোমায় ..
তুমি ছাড়া কেমন লাগে ..
বিষাদের কি যে জ্বালা ..
বোঝে যে একলা থাকে !

কি করে বোঝাই তোমায় ..
একা থাকা কেমন লাগে ?

মেঘ ঐ আকাশেতে
কত রং ছড়িয়ে রাখে ,
পাখীদের গুঞ্জনে আজ
হৃদয়ে ব্যথা জাগে ...

গাছের ঐ পাতাঝরা
আঁখিতে অশ্রু ঝরায় ,
তোমায় কি বোঝাই আমি ?
মনকে ব্যথায় ভরায় !

তুমি ছাড়া ভাল নেই ...
তুমি ছাড়া ভাল নেই

আমি আজ একলা মাতাল ,
ঘুরি ফিরি পথের ধারে ,
মন আজ বাউরি ওগো !
প্রেমেরই অশ্রুধারে !

কি করে বোঝাই তোমায় ,
একা থাকা কেমন লাগে ?

( রূপঙ্করের একটি গান থেকে অনুপ্রাণিত )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।