লৌহ প্রাচীর
- রুহুল আমীন রৌদ্র

আজ বড্ড কাঁদছো জানি,
নিস্রোতা আবেগের পয়োধিতে ,
একগুঁয়ে নোনাজল জাগিয়ে,
অরণ্যের মুক্ত বিহগ, পিঞ্জর রুদ্ধ লৌহপ্রাচীরে।
মস্তক ঠুকে ঠুকে ঝরিয়েই চলেছো,
অবশিষ্ট রক্তকণিকা।
আমি সেই হতভাগ্য লৌহপ্রাচীর তোমার অন্দরমহলে !
নিস্তব্ধ নির্বাক।
তবে কি তোমার মস্তক ঠুকেছো আমারই বুকে ?
রক্তাক্ত করেছো আমারও বুক ?
হয়ত তাই।
তবুও নির্বাক আমি,
তুমিই বলো, লৌহপ্রাচীর কি কভু কথা বলে ?
এ বুক যে কোমল ছিল একদিন,
শরতের কাঁশফুলের মত,
গ্রামের নির্মল প্রকৃতির মত।
বলতো ? কেন আজ সে লৌহপ্রাচীর ?
যে বুকে মাথা ঠুকে পরম শান্তি পেতে,
বলতো ? কেন আজ সেথায় রক্তঝরে ?
হয়ত, শুকিয়ে যাওয়া মৌচাকের মত মূল্যহীন আমি,
তাই তো বিষাদের গলিত ধাতুতে মিশিয়ে,
আমায় বানিয়েছো লৌহ প্রাচীর।
সুখের বসন্ত তোমার কাননে,
তবে কেন কাঁদো ?
তোমার কান্নার নোনাজলে, গলাতে চাও কি ফের,
নির্বাক এ লৌহপ্রাচীর ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।