অদ্ভুত সাধ ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
সুজলা সুফলা ধরিত্রীতে ,
কত কিছু আছে আয়োজন ;
তবু ও তো বাদ সেধেছে
পৃথিবীর এই আকর্ষণ ;
কত সাধ ছিল আকাশপৃষ্ঠে
ছুঁয়ে আসি মেঘপুঞ্জ ...
পাখিদের সাথে দুলে দুলে
আমি ভ্রমি কত ধাম কুঞ্জ ;
আরো সাধ জাগে আকাশ ফুঁড়ে
পাড়ি দেব মহাকাশ ...
দেখব কত না উল্কাপিণ্ড
ছড়ায় তাদের ত্রাস ...
কত শত আছে নীহারিকা
আর কত ছায়াপথ আছে,
কোটি কোটি আছে নক্ষত্র
আর গ্রহ আছে চারিপাশে !
বেশ তো সবই দেখব ওগুলো
আকর্ষণটা থাক ....
না হলে সবই উড়ে যাবে আর
পৃথিবীটা হবে খাক !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।