আমার একাকীত্ব ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমি আর আমার একাকীত্ব ...
বলে যায় কি যে অবিরত ;
তুমি থাকলে কেমন হত ?
তুমি কত কিছু বলতে ...
তুমি কোন কথায় অবাক হতে ;
আবার কোনো কথায় কত হাসতে !
তুমি থাকলে কেমন হত ?
যদি থাকতে বোঝা যেত ...
আমি আর আমার একাকীত্ব
কি যে বলে যায় দিবারাত্র !
এই যে কৃষ্ণবর্ণ রাত্রি আঁধার !
এই কি তোমার কুচবরণ কেশ ?
ঐ যে বৃত্তাকার উজ্জ্বল চাঁদ ,
তোমার হাতের চুড়ির মত !
এই যে রাতের তারামণ্ডল ..
তোমার শাড়ীর অঞ্চল ?
মৃদুমন্দ বায়ুর যে স্পর্শ ..
এ কি তোমার শরীরের সুগন্ধ ?
এই যে পাতার ঝরে যাওয়া ...
তোমার ফিসফিস করে
কিছু বলে যাওয়া ...
আমি গুমরে উঠি একা একা
বসে থাকি , যদি ও জানি
তুমি নেই কাছে নেই সাথে নেই ...
তবু ও মন বলে তুমি আছো
কোথায় আশেপাশে এখানেই !
অসহায় বাধ্যবাধকতা এখানেও
ওখানেও , রাতের একাকীত্ব আছে
এখানে আবার ওখানেও !
বলার কথা অনেক আছে ...
কতদিন আর নিশ্চুপ থাকি !
মন বলে সমাজের নিয়মগুলি ..
চুপিসাড়ে ভেঙ্গে ফেলি !
তোমার আমার মাঝে
সামাজিক প্রাচীর ...
সরিয়ে দিয়ে বলি ...
ভালোবাসি তোমায় ,
তোমাকেই ভালোবাসি !
( অনুবাদ )
mai aur meri tanhai
aksar ye batein karti hai .. (silsila)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।