বুঝিনি কখনো ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
জানিনি কখনো, বুঝিনি আদৌ
এমন ও কি হয় দূরত্ব ?
বসে আছে সে আমার সামনে
নয় কভু আজ আমার তো !
গন্ধ আবেশ ছড়িয়ে দিয়েছে ..
মনোমাঝে আনে হর্ষ ;
আমি শুধু তারে অনুভব করি ;
করতে পারি না স্পর্শ !
শুনি সারারাত তার পদধ্বনি ,
একি অদ্ভুত হ'ল ভ্রম ...
খুলে বাতায়ন নেই আলোড়ন ..
সড়ক তো আজ নির্জন !
আগন্তুকের মুখোশ প'রে ;
ভুলেই যেন গিয়েছি ,
তাকে আমি কতটা জানি ,
কোনোদিন ও ভালোবেসেছি !
স্মৃতিগুলি তার বিষাদ আনে ,
ব্যথিত করে হৃদয় !
তাই তো তাকে
ভুলে যাওয়া ছাড়া
আর কোনো নেই উপায় ..
সূত্ৰ : Fasley aise bhi honge ye kabhi socha na tha ..by gulam ali
lyrics : Adem Hashmi.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।