এটাই বুঝি চরম নিয়তি
- রুহুল আমীন রৌদ্র

ধরুন, আমি নেই কোথাও নেই !
নেই বন্ধুদের মুখরিত আড্ডায়,গ্রামে গঞ্জে মাঠে
ঘাটে,
শহরে নগরে আকাশে বাতাসে।
সাদা কাফনো মুড়ানো
উচ্ছিষ্ট দেহটা।
হয়ত চায়ের আড্ডা থামিয়ে স্তব্ধ হবেন,
দীর্ঘশ্বাসে খোশগল্প,
আহা ! ছেলেটা বেশ ভাল ছিল,
না হয় মন্দ।
ক্ষণপরে, ফের চুমুক,
অবশিষ্টটুকু ফেলে দিবেন নর্দমায়,
আমার স্মৃতি সমেত,
এটাই হয়ত চরম নিয়তি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।