প্রেমে অভিমানে...
- সৌম্যকান্তি চক্রবর্তী

সারাটি দিন বসেছিলে ..
আমার অপেক্ষাতে ,
বলেছিলাম ফিরব ওগো
আমি সুপ্রভাতে !
সেই বিলম্ব হয়েই গেল ..
বাড়ি ফিরলাম রাতে !
এসে মনোহর মুখে
দেখি অশ্রু নয়নপাতে ...
প্রেমমিশ্রিত অভিমানে
আর কথা বললে না তুমি ..
মুখ ফিরিয়েই থাকলে
আর দেখছিলে শুধু ভূমি ,
আমি বললাম শুনছ ওগো
ফিরতে গিয়ে আজ ...
হঠাত্ করে আমার কেন যে
এসেই গেল কাজ !
তাই বলি ওগো সুন্দরী প্রিয়া
থেকো না গো মুখ ঘুরিয়ে ;
কান্নার ঝড় বেড়ে গেল তব ,
আমায় ধরলে জড়িয়ে ...
আমিও সপ্রেমে মাথায় তোমার
রাখলাম আমার হাত ...
এভাবেই যেন প্রেমে অভিমানে
কেটে যায় দিন রাত !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।