ক্যাকটাসেও ফুল ফুটে
- রুহুল আমীন রৌদ্র

কখনো ভালবাসনি পবিত্র মনে,
সুপ্তস্বপ্নগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আহত করেছো,
জাগাবার প্রহসনে।
আমার সরল ব্যক্তিত্ব নিয়ে খেলেছো উপহাস,
নিশাচর হয়ে গভীর নিশীথে,
করেছো সর্বনাশ।
তবুও আমি কণ্টক হয়ে বিঁদবো না তোমার গায়,
ক্যাকটাসেও ফুল ফুটে,
দেখাবো তোমায়।
---০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।