এতোদিন -তাই তো জেনে এসেছি
- রফিকুল ইসলাম রফিক
এতোদিন - তাই তো জেনে এসেছি
মনের আয়না মুখ ভেতরের ছবি
যখন উদিত হয় সকালের রবি
নিশিকালো অাঁধারগুলো আপনি পালায়
এই তো নিয়ম
এতোদিন -তাই তো জেনে এসেছি।
সূর্যকে ঢেকে রাখে, কালো কালো -সময়ের মেঘ
কালের ক্ষরায়
নীলাকাশ কালো হয়
কালোদের ভালো হয়
মুখোশের আড়ালে মুখ -তাই তো লুকায়
দিশাহীন হয়ে পড়ে সময়ের নাবালক-- সরলের দল।
কৃত্রিম আলো হাতে- নেমে পড়ে, কিম্ভূতকিমাকার
নিষ্ঠুর জানোয়ার সব
ইচ্ছামতো চালায় ওদের বিষমাখা--ধারালো চবক
আলোকাঁটা --মৎস্য শিকারীর মতো।
ভেঙে পড়ে কান্নায় উপায়হীন সরলের দল
দেখেও দ্যাখে না যা- কেউ শোনে না।
তবে তুই জেনে রাখ্ নিষ্ঠুর কালের দানব
একদিন হবেই হবে -এ'আকাশ নীল
রাতের আঁধার শেষে উঠবে সুরুজ
কেটে যাবে সময়ের কালো কালো মেঘ
অসহায় সরলের যতো উদ্বেগ
সেইদিন হবে তোর সব নিঃশেষ
এতোদিন -তাই তো জেনে এসেছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।