এ কেমন নিয়তি আমার
- রুহুল আমীন রৌদ্র

প্রাণপনে আজও ঠেলেই চলেছি,
কষ্ট নামের কিছু প্রাচীন প্রস্তর।
আরও একটি ভূমিকম্প চাই !
যা ধসে দিতে পারে, আমার কষ্টের শিলাগুলো,
অথবা আমায়।
আবেগী বাসনাগুলো আজও পুঁড়িয়ে যায় আমায়,
পুঁড়ে যাওয়া কাবাবের মত।
হৃদয়ে চেপে থাকা বাঞ্ছাগুলো,
বার বার বিদ্রোহ করে রক্ত ঝরায়।
কেন এলো না একটি বিকেল,
পড়ন্ত রৌদ্রে প্রিয়ার হাত ধরে সৈকতে বেড়ানো,
শরতে কাশফুল গায়ে মেখে উচ্ছ্বাস,
হেমন্তে পাকা ধানের গন্ধে
প্রিয়ার নূপুরের ছন্দে,
স্বর্গসুধা পান,
কেন এলো না জীবনে?
কেন এলো না ষোড়শিনীর ঠোঁটে,
চুপিসারে কোমল পরশ।
যে পাড়েই বাঁধি কিঞ্চিত সুখের বাসর,
নিয়তির জলোচ্ছ্বাস চুঁবিয়ে যায় তা,
এ কেমন নিয়তি আমার?
----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।