মা কালী ....
- সৌম্যকান্তি চক্রবর্তী

মা কালী

সৌম্যকান্তি চক্রবর্তী

যার হাতে এই জগত আছে ...
তোকে দেখে সে বুক পেতেছে ,
ঐ সর্বনাশী নাচ দেখে শিব ,
থাকতে কি বল আর পেরেছে ?

তোর গলায় দোলে মুণ্ডমালা ...
হাতে খড়্গ , চুল খুলেছিস !
তোর পদতলে স্বয়ং মহেশ ;
তাই কি লাজে জিভ কেটেছিস ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।