শব্দ হয় না
- মৃৎ মাহমুদ
আমি একদিন সমুদ্রে যাই
স্পাইরাল খাতা থেকে -
পাতার ছেঁড়া অংশ ফেলে দিই ;
আমি কবিতার পাতায় প্লেন বানাই,
সমুদ্র জলে ভাসিয়ে দিই ।
সিগারেটের ধোঁয়া ওড়াই
আমি দীর্ঘশ্বাস ছাড়ি
ধূসর ধোঁয়া চিৎকার দিয়ে হাসে
আমি চিৎকার করি,
শব্দ হয় না ।
আমার প্লেন সাগর পাড় থেকে ছাড়ে
আমিও তো নোনা জল ধারণ করি
আমিও তো এক খন্ড সমুদ্র
আমার প্লেন সাগরে ভেসে যায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।