মা
- হোসাইন মুহম্মদ কবির - প্রতিভামা গর্ভে দারণ করে কতো কষ্ট করেছে সহ্য দশমাস দশদিন, রক্তের জোয়ারে ভেসে মৃত্যুপথ হতে এসেছে ফিরে-কি করে সোদাই এমন মায়ের ঋণ। বন্ধু প্রথম মা জননী আমার খেলার সাথী, মায়ের আদর স্নেহে মুগ্ধ হয়ে ছন্দে ছন্দে কাব্য কবিতা গাঁথি। কে বা আছে এ ভুবনে ডাকে চোখের আড়াল হলে মধুর সুরে খোকা বলে, মায়ের খেদমত কর প্রিয় নবী গিয়াছে বলে জান্নাত মায়োর চরণ তলে। মায়ের অন্তরে দিলে ব্যথা আল্লাহ্র আরশ ওঠে কেপে, ধনসম্পদ যতোই থাকুক সুখ পাবেনা খুঁজে নামাজ রোজা যায় বিফলে মায়ের অভিশাপে। মায়ের মতন নাই দরদি নাইরে আপন জন, আল্লা নবীর পরে এ ভুবনে মায়ের কথাই শোন। ১৩/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।