নীল আকাশের নীচে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৪-০৪-২০২৪

নীল আকাশের নীচে,
নদীর ঘাটের কাছে,
ফুটফুটে ঐ জোছনা পড়ে ঝরে।

আকাশের বুকে তারা,
রাত জেগে দিশেহারা,
জোছনায় নদীজল ঝিকিমিকি করে।

নদীর কাছে বটের গাছে,
পাখিরা সব ঘুমিয়ে আছে,
রাতের হাওয়ায় বটের পাতা দোলে;

নির্জন রাত্রি শয্যা পেতে,
শুয়ে আছে নদীর ঘাটে,
প্রকৃতির স্নেহছায়ায়, ধরণীর কোলে।

বাউল গানের আখড়াতে,
সুর শোনা যায় একতারাতে,
বেণী মাধব গাইছে করুণ স্বরে ;

পথ চলেছে এঁকে বেঁকে,
নৌকাখানি বেঁধে রেখে,
চলে গেছে মাঝি আপন ঘরে।

নদীর পাশে শ্মশান ঘাট,
আছে পড়ে, পোড়া কাঠ,
চাঁদের আলোয় দেখতে লাগে ভালো।

অবশেষে রাত কাটে,
বনে বনে ফুল ফোটে,
দিগন্তে ফুটে ওঠে ভোরের আলো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।