পাখির কথা
- রফিকুল ইসলাম রফিক
গাইতে গাইতে দেশান্তর পাগলা কোকিল
কাকেদের দখলে গেছে বসতবাড়ি।
চুরি গেছে সময়গুলো, জীবনের মিষ্টি ফাগুন
বুকের বন্দর দিয়ে বয়ে যায়
জল থৈ থৈ --উত্তাল নদী
তবু ক্যানো চুপিসারে জ্বলেরে আগুন
কেউ দ্যাখে না যা- কেউ জানে না।
মনের যাতনা মন নিজে নিজে জানে
এদিকে জোয়ার শেষ
নদী তার ফিরায়েছে গতি -ভাটির টানে।
এর পরেও পাখির ডানায় উল্লাস
রাতের গগন থেকে মুঠি মুঠি জোছনা কুড়ায়
পেট ভরে খেয় নেয়, সকালের-- কাঁচা সোনা রোদ।
১৫/১১/১৫।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।