জীবন
- ফয়েজ উল্লাহ রবি

নয়নে নয়নে আঁখি জুড়ালো
স্বয়নে স্বপ্ননে স্বপ্ন ভাঙ্গিলো
গগনে আকাশে আসমান বিদুৎ চমকালো
বাতাসে হাওয়ায় বায়ুতে গন্ধ ছড়ালো
ফজরে ভোরে সকালে হিমেল হাওয়া বহিল
মধ্যাহ্ন দুপুর রৌদ্দ্র খড়ে ঘাম ঝড়ালো
সায়াহ্ন সন্ধায় ক্লান্ত বদন অলসতায় ঘুমে হারালো।
জন্মে জীবনে জনমে এই ভাবে চলিবে দিন
কাটিবে দিবস,আসিবে সন্ধ্যা রাত.........।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।