কতো দিন দেখি না
- ফয়েজ উল্লাহ রবি
কতো দিন হয় না কথা হয়না চোখে চোখ দেখা
তুমি অভিমানী আমিও একটু তেমনী
তাইতো তোমাতে আমাতে এখন এতো যে অমিল
আগেতো এমন ছিলনা আজ যেমন
কেন এতোটা বদলে তুমি হারালে দিক।
ভুলে কি গেছ সেই দিন সেই স্মৃতি গুলো
যখন তুমি আমি ছিলাম যেন, হাজার জনম
জনম-জনমের সাথী তুমি বলতে বার বার
আমি শুনে হাসি এই কি আছে বলবার।
তোমার লাগি অপেক্ষা আমার
তখন যেমন এখনও তেমন
একটুও বদলাইনি তেমনি ভালোবাসি এখনও
হৃদয় তো প্রতি নিয়ত বলে যায়
হয়তো তুমি ঠিক মতো শুননি আজও।
০১লা ফেব্রুয়ারী ২০১৪ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।