তুমি আজও মোর স্বপ্নেই
- রুহুল আমীন রৌদ্র
আমার আকাশে দুঃস্বপ্নরা তিলে তিলে দেয় হানা,
তোমার আকাশে, মৃদু বাতাসে,
পাখিরা মেলে ডানা।
আমার আকাশে কালোমেঘে, বিরহের ছড়াছড়ি,
তোমার আকাশে শশী প্রদীপ,
স্বপ্নের গড়াগড়ি।
আমার মনে করুণ সুরে, বাজছে বিষাদ বেণু,
তোমার মনে সপ্তরঙে,
সেজেছে রঙধনু।
আমার চোখে টলমল করে, বেদনার নোনাজল,
কাজল আঁকা তোমার চোখে,
স্বপ্নের ছলছল।
আমার বুকে ফাঁটল ধরা, ভেঙে পড়া পাড়,
তোমার বুকে অথই স্বপ্ন,
সুখের পারাবার।
আমার স্বপ্ন ভেসে বেড়ায়, সাগরে শ্যাওলার মত,
তোমার স্বপ্ন ডানা মেলে,
উড়িবার তরে রত।
ছলনার ঝড়ে ভেঙেছো তুমি, অবুঝ এ মন,
সুুখে আছো বলে তুমি,
সখী এ জীবন।
তোমার স্বপ্ন তোমার পাশে, সফলতায় ঝরে,
আমার স্বপ্ন স্বপ্নেই দেখি,
জ্যান্ত ঘুমের ঘোরে।
-----০-----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।