নর-নারী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১১-২০২৪
আমাতে তোমাতে চির অপূর্ব ব্যবধান,
তবু,দুজনাতে টিকে আছে দুজনারই প্রান।
আমি শক্তি, মুক্তির প্রতীক
তুমি শান্তি, সুন্দরযের দিক
মোর,কবি-শিল্পির মন, চির সুন্দরযের পূজারী
তুমিও মনে প্রানে যাও সদা পুজা কামনা করি।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।