বৃথা বাসনা
- রুহুল আমীন রৌদ্র
যেজন দিলো মোরে, দুঃষহ বেদন,
কেন তারেই বারে বারে, খুঁজে বেড়ায় মন।
অকারনে মন ভাঙে যেজন,
কেন তব তারি তরে, বৃথা আয়োজন।
যে বেণুতে বিষাদের সুর,
যে নিশীথের হবে না'ক ভোর,
কেন তবু ওরে মন,
প্রদীপ জ্বালিয়ে খুঁজিস, ভোরের আগমন।
যে পুষ্প কণ্টকভরা সুবাস বিহীন,
দিবসের প্রভাতেও, ফুটলো কোনদিন,
কেন তব কিসের ছলে,
ঢালিস বারি, তারই মূলে।
নীল যে বহ্নিকুন্ড, জ্বালিয়ে যায় শুধুই সর্বক্ষণ,
পতঙ্গ রূপী এই মন,
কেন হায় হায়,
দুর্বার বেগে তারি পানে ধায়।
যে চোরাবালির চরে, শুধুই ক্ষীণঝড়ে,
ভেঙে যায় খেলাঘর,
কেন বারে বারে সেই বালিচরে,
বাঁধিস রে মন স্বপ্নের বাসর।
ভাঙা চাকে কেন মন,
মধু খুঁজিস অকারণ,
সে যে বিষাদ মরীচীকা, আলেয়ার মতন।
ক্ষণপ্রভা স্বপ্ন সে যে বিষাদ পেষণা,
কেন তব তারি তরে,
বৃথা বাসনা।
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।