হৃদহরণী
- রুহুল আমীন রৌদ্র
ওহে তুষার কন্যা,
এ বসন্তে, রক্তিম গোলাপের সনে,
হেরি তোমার শুভ্রবদন,
শ্রবিয়া তব মিষ্টি বচন,
আকুলী ব্যকুলী মন।
সুদন্ত বদনে মৃদু মুচকি হাসি,
মৃদু মলয়ে উড়ন্ত সুদীঘল এলোকেশ,
পুঁইলতার মত কোমল তনুখানি,
মৃগনয়না আহা মরি মরি,
আপাদমস্তক যেন,
মধুপূর্ণ মধুপুরী।
ওহে হৃদহরণী,
তব বাঞ্ছায় ব্যকুল তিয়াস,
আমার এ ধরণী।
উন্মাদ হিয়ে ভাসিয়ে দিলে,
কামনার তরণী,
তুমি যে আমার হৃদ হরণকারিনী।
----০----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।