কেন যে মানুষ হলাম ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

কেন যে মানুষ হলাম ..
যদি কোনো অন্য প্রাণী হতাম !
কিংবা কোনো বন্য প্রাণী হতাম ;
উদরপূর্তি আর সাহচর্যেই জীবন কাটত ,
না থাকত কোন অর্থচিন্তা ..
না থাকত কোনো ভগবান ..
না থাকত কোনো ধর্ম ...
থাকত না কোনো কুকর্ম ...
হিতাহিতের জ্ঞান থাকত কি ?
থাকত কি ভ্রূণহত্যা ...
থাকত শুধুই আমার
সরল পশুর সত্ত্বা ...
থাকত না কোন দেশ ..
আর অশান্তি , বিদ্বেষ !
জাবর কেটে বা শিকার করে
কেটে যেত দিন বেশ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।