ভালবাস বলেছো তুমি আসলে ভালবাসনি
- ফয়েজ উল্লাহ রবি
ভালবাস বলেছো তুমি,আসলে ভালবাসনি
জৈবিকতার প্রশ্নে পিছু পা হওনি।
বগলে-শরীরে ঘামের গন্ধ নাক তো দূরে রাখনি,
হস্ত যোগল উরোজ পাশে ঘুর-পাক খাচ্ছে অবদি।
ভালবাস বলেছো তুমি,আসলে ভালবাসনি।।
ঝোঁপের আরালে,বাঁশ বনে,কেন নয় প্রকাশে?
ভয় হয়!যদি দেখে লোক কি বলে!
আমি নিম্ন ঘরের বামা তাই মান বাঁচে না,
বাতি নিবালে সব এক উচু-নিচু,সাদা-কালো তফাৎ কিসে।
মন নিয়ে খেলা সেই আদি,তুমি কতোটা পাষাণ
রক্তাত গোপনাঙ্গ তবুতো থামনি।
ভালবাস বলেছো তুমি,আসলে ভালবাসনি।।
১১.১০.২০১৫ ইং
০৯.১৫ মিঃ
ঢাকা।
উরোজ=স্তন
বামা=নারী,সুন্দরী রমণী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।