অন্য গ্রহের অতিথি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
‘কোন গ্রহ হতে এলে হে’অতিথি-
দেখিতে মোর সংস্কৃতি’
আমরা লাশের উপর নৃত্য খেলি
তাজা রক্তে হলি,
নেতার পায়ে হয় উৎসর্গ
হাজার প্রাণের বলি।
পেট্রোল বোমায় গাড়ী পোড়াই
দগ্ধ লাখো প্রাণ,
তাতেই মোদের আত্মতৃপ্তি
বাড়ে মান সম্মান।
এখানে ধর্ষণ হয় কুস্তির মতো
আমরা কুস্তিগীর ,
এসিডে খেলি, জল কেলি
আমরা মহান বীর।
না না তুমি ভয় পেয়োনা
হবেনা তুমি গুম,
অতিথি মোদের পরম প্রিয়
মাঝে মধ্যে করি খুন।
আছিতো বেশ ভালোই আছি
গুলি ছোঁড়া কলরব,
রক্ত নেশায় নেচে গেয়ে
করি রক্ত ঝরা উৎসব ।।
রচনা কালঃ-
০৯ নভেম্বর ২০১৫ ইং
২৫ কার্ত্তিক ১৪২২ বাংলা
কলাবাগান বাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।