প্রার্থনা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

অন্তর আমার শুচি কর
ধন্য কর হে,
জীবন আমার সার্থক কর
সফল কর হে।
কর্মে আমায় কর্মঠ কর
স্বস্তি কর হে,
যৌবন আমার নিয়ন্ত্রণ কর
স্থির কর হে।
রাগ আমার শীতল কর
শিষ্ট কর হে,
বিপদে আমায় সবল কর
উদ্ধার কর হে।
দুঃখে আমায় ধৈর্য ধরাও
সহ্য করাও হে,
নীতি আমার সঙ্গ কর
ন্যায্য কর হে।
গুরুতে আমায় মান্য করাও
নম্র করাও হে,
ইবাদাতে আমায় মগ্ন কর
ভক্তি করাও হে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।