মিলন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

কে পায়? কে হারায়?
তবু, দুজনই অগ্রগামী মিলন মেলায়।
যৌবন-যৌবনের পূজারী-
শিকারি তার দেহ,
বিষ-পীড়ায় ভোগে মন-
মুক্তি পায়না কেহ।
তৃষ্ণা কভু মিটেনা মিলনে, শুধু তৃপ্তি পায়,
শত পূর্ণ মিলনেও, শূন্যতা থেকেই যায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।