প্রতিদান
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

তোমায় প্রিয় ভালোবেসে নাই পেলাম প্রতিদান
যত পার দাওগো ব্যথা, প্রেম করোনা অপমান।
এ প্রেম শুদ্ধ-শুচি,নিখাদ-গভীর, খাঁটি দুগ্ধ মত,
তুচ্ছ আমি, তুচ্ছই ভাবো-তবে প্রেম সম্মুখে থেক নত।
উতরোল ঝড়-
যদি ভাবো পর,
তাও তুমি করিতে পার, অতি সহসায়,
হয়তো আক্রোশে মরিবে আশা, যাবে প্রান বৃথায়।
তবু তব মন মন্দির দ্বারে,
যাচঞা যাব প্রেম জনম ভরে।
হয়তো ফিরবো শুন্য হাতে-
কাল কাটবে বেদনার সাথে,
নেই কোন ভয়,-
তাহাই করিবো আমি,জীবনের সঞ্চয়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।