আমার আমি
- ফয়েজ উল্লাহ রবি

আমি দূরেরই মানুষ রয়েছি দূরে-
তোমায় আমি ভালবাসি বলিবনা আর
এই কি একটা বলার কথা-
তোমাকে আমার আছে বলার।
কথা বলবেনা মনে হয় করেছ প্রতিজ্ঞা,
তুমি আছ আমি আছি
ভালই কাটে দিবস-রজনী
তুমি হীনা আমি দূরে-
আমি হীনা তুমি কাছে।
জানি না কভে হবে দেখা
না হওয়াই কি ভাল দেখায়......
তুমি তা জান ভালই-
আমি তো সদাই এমন
তুমি চাও না যেমন।
কি আর করা নিজেকে বদলাতে চেয়ে
পারিনি একবারও, রয়েছি সেই আমার আমি।

০২ মে ২০১৩ ইং
৭১,দাম্মাম-সৌদি আরব


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।