আরজ
- রুহুল আমীন রৌদ্র
হে প্রভূ যত পাপ করেছি,
হয়ত ফেরাউন, নমরূদ, ইয়াজিতকে
যাই নি পেরিয়ে,
হয়তবা আব্রাহা, লাহাব, সাজ্জাত কেও।
অন্তরে তো বদ্ধমূল,
"লা শারিক আল্লাহ,
লা ইলাহা ইলেল্লাহ"।
হয়ত জেনে শুনেও করি পাপ কর্ম,
তবুও তো মেনেছি,
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম।
সত্যের পথে কিঞ্চিত হলেও তো চলি,
দশটি মিথ্যার মাঝে,
একটি তো সত্য বলি,
তারই উছিলায় ক্ষমো আমায়।
না হয়,
একাই জ্বালাও মোরে,
সেই নরকের কীটদের সনে
অনন্তকাল,
ফেরদাউস দাও সকল মানবে।
দাও ইহলোক পরলোকের,
সর্বোচ্চ সিংহাসন।
----০----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।