অনন্ত মোহ
- রুহুল আমীন রৌদ্র

তটনী ছুটে চলে সিন্ধুর পানে,
কলকল তানে,
বন্ধুর প্রান্তর পাড়ি দিয়ে শেষে,
ক্লান্ত নির্ঝর,
সরিৎ বক্ষে মিশে।
নীড়হারা বিহগ ছুটে,
নীড়ের অন্বষণে,
কূলহারা তরঙ্গ ধায়, কূলের সন্ধানে।
বিরহী পিক সঙ্গী খুঁজে,
মধুর কলতানে,
মধুকর ছুটে চলে মধুর অন্বষণে।
পুরাতনকে ঝাড়ে মানুষ,
নবরত্বের টানে,
জীবন তরী ছুটে চলে, অন্তিমতার পানে।
আমায় কি গো দিবে ঠাঁই,তোমার ভূবণে,
আমিও যে বিলীন হতে চাই,
তোমার মনের গগণে।

-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।