নিঃসঙ্গ হলে আমি
- অরুণ কারফা

নিঃসঙ্গ হলে আমি
পৃথ্বী হয়ে আমার সাথী
দিয়ে সাহচর্য ও কর্জ
বাড়িয়ে দেয় আবার ধৈর্য।

ক্ষিপ্ত হলে আমি
তাড়াতাড়ি করলে বড় বাড়াবাড়ি
স্নিগ্ধ বায়ু শীতল
রাগ ক’রে দেয় আবার জল।

বিব্রত হলে আমি
অস্থির মনে ধরে চিড়
চঞ্চল হয়ে তখন তরু কুল
হাওয়া দিয়ে ভাঙে আমার ভুল।

দুঃখিত হলে আমি
নয়ন ভাসে সারাক্ষণ
মেঘের আনাগোনা দিয়ে সান্ত্বনা
নতুন করে যোগায় আবার প্রেরণা।

উদাস হলে আমি
হতাশ মন চায় পরিবর্তন
আকাশ যোগায় চেতনা
হাল তুলে নিতে আর ভুলি না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।