তারুণ্য
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

এই যে ছেলে কোথায় যাচ্ছ বারেক ফিরে চাও,
আদর করে ডাকছে দেখ তোমার মা'য়।
সবার চেয়ে দুষ্টু বেশী জানে সারা গাঁও
বড্ড বেশী ফাঁকি দিচ্ছ মাঝে মধ্যে স্কুলেতে যাও,
এই ভাবে কি জীবন চলে? আসলে যে কি চাও-
দুষ্টামী ছেড়ে ভাল হয়ে জীবনকে সাঁজাও
বড় হবে দেশ গড়বে সবার আর্শিবাদ পাও।
পড়ে আছে শ্রী আগামী তাকে লোঁফে নাও
মন্দ মিথ্যে ভূলকে দূরে ঠেলে সামনে এগিয়ে যাও
অফুরন্ত ভবিষ্যৎ ডাকছে তোমায় কেন বা দাঁড়াও।
লেখা-পড়া শিখে মানুষ হয়ে,মনুষ্যত্ব বিলাও।
সুখ-শান্তির মিছিলে অগ্রভাগে তোমায় দেখতে যেন পাই
এই কামনা করি আমি তা কি বেশী চাই,
ওহে তরুণ!তুমি আগামী;তোমার হাতেই সু-প্রভাত।
তুমি দেবে নতুন আলো পরির্বতনের আভাস।


১২ অক্টোবর ২০১৫ ইং
সকাল-১০ঃ৩০ মিঃ
দাম্মাম-সৌদিআরব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।