চলে যাই ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

জীবনপথের এই গমন ...
কেমনতর এই ভ্রমন ?
জানে না তো কেউ ;
করতে পারে কি অনুধাবন ?

সেই অজানা পথের পথিক ...
সবাই ছুটছি অচেনা দিগন্তে ,
চলছি সবাই না থেমেই ;
থামছি নিজের অজান্তে !

জীবনকে আমি খুব ভালোবাসি ,
মৃত্যুকেও প্রেমে সিক্ত করব ;
এসেছিলাম আমি ক্রন্দনরত ,
হাসতে হাসতে বিদায় নেব !

চলে যাব তবু জানি না কোথায় ,
তলাবো কোন্ করাল গ্রাসে ;
বুঝতে পারি না কোথায় যে যাই ,
কোথা থেকে এই জীবন আসে ?

এমনও তো আছে জীবন ,
যা হলোই না যাপিত ;
সে জীবন কভু অকালেই হল
মৃত্যুর কোলে পতিত !

ফুল তো এমনও হয় ,
হলো না যারা পুষ্পিত ?
ফোটার অনেক পূর্বেই হল
প্রকৃতির কোপে খণ্ডিত ?

ক্লান্ত দৃষ্টি , হতাশ এ মন ;
খুঁজেই পাই না শেষ !
কোথা থেকে যে আসি আমরা ;
চলে যাই কোন্ দেশ !

অনুবাদ কবিতা ---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।