ভালবাসা ---রে (২)
- রুহুল আমীন রৌদ্র
ভালবাসা --রে,
শ্যামল সিগ্ধ এ বসুদা,
শুধুই তোরি তরে,
তুই জীবের চিরন্তন সুধা,
তোরি মাঝে স্বয়ং বিধাতা, বিরাজ চিরতরে।
ব্যকুল হিয়া ওরে,
আকুলতায় ভরে,
আয় আরেকবার ফিরে, বাঁচাতে মোরে।
ভালবাসা--রে,
শুধুই তোরি তরে,
সারাজনম ভরে,
কতো সহস্র তাজা প্রাণ,
অজস্র যাতনা বক্ষে চেপে,গেয়েছে বিজয় গান।
অকালে অপমানে অবহেলায়,
ঘৃণা লাঞ্চনায় প্রভঞ্চনায়,
কতো পুষ্প মুকুলেই গেছে ঝরে,
শুধুই তোরি তরে।
কতো যুদ্ধ,
কতো পরাজয়,
কতো রক্তের স্রোতধারা,
কতো আহাজারী,
শুধুই তোরি তরে।
ভালবাসা --রে,
কতো অজস্র শিল্প সাহিত্য,
চির স্মরণীয় কতো স্থাপত্য,
বসুদার বুকে কতো ফুল,
ফুটে আর ঝরে,
শুধুই তোরি তরে।
নিশীথ পেরিয়ে প্রভাত আসে,
অন্তরীক্ষে শশী হাসে,
বিহঙ্গদের কণ্ঠভরা, সুমধুর সুরে সুরে,
শুধুই তোরি তরে।
সায়রে জোঁয়ার জাগে,
শুধুই তোরি তরে,
স্রষ্টা সবই সৃজন করিলো, তোরে মনে ধরে।......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।