ক-খ-গ-ঘ
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

ক~
কখন কি ভাবে কি করে এতোটা কাছে এলে-
কবিতার কথায়,কখন আপন করে কলিজায় কাঁটা দিলে।

খ~
খুব মনে পড়ে খুটি-নাটি,খুনসুটি-
খুলে মন,খোলা আকাশ খুব করে দুঃখ দিলে।

গ~
গত কালও ছিলে;কি করে আজ গত হলে-
গতরে আঘাত,গভীরে ব্যাথা,গল্পের চলে আমায় গলালে।

ঘ~
ঘুম ভেঙ্গে ঘুমের ঘোরে খুজি তোমায় গোপনে-
ঘোচাতে লোছনে নীর,ঘোমটা পড়ে ঘুর-পাক খাচ্ছ কি আড়ালে।

১৩ অক্টোবর ২০১৫ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।