মৃত্তিকা-কু্মোর এবং......
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

কুমোর পাড়ার মদন অভাবের সংসার
মাটির হাঁড়ি-পাতিলই তার কারবার,
বৌয়ের আর্জি এবার পূজায় দিতে হবে শাড়ী
মেয়ের বায়না জামা চাই ও-বাপজি
সেভেন পড়ুয়া ছেলের চাই সাইকেল আজি।
সিলফর, পাষ্টিক এর জামানায়
মৃত্তিকার বত্তন-বাটি যে আর চলেনা।
সদাগরের লোক সকাল-বিকেল
করে জ্বালাতন দেনার টাকা চাই।
আসল লাখ, সুধের হিসেব এখনও বাকী
দোকান বাকী, গঞ্জে বাকী অভাবের ঝঙ্কার।
দুলাল, সুবাস, রতন, কৃষ্ণ চেড়েছে আপন কর্ম
গঞ্জে এখন দিন মজুর, ফিরেছে সুখ সর্ব।
মদনের সম্পদ আছে বাপ-দাদা ভিটে!
তারও কাগজ বন্ধক মাহাজনের সন্ধুকে।
মৃদ্‌ মায়া ছেড়ে মদন যাবে কোথায় ?
জানে শুধু এক-মৃত্তিকার কারুকাজ।
দশমীর সায়াহ্ন মদনের শব মিলিল
মন্দিরের ধারে, নদের এই যা বাঁকে।

উৎসর্গঃ-

ধীরে ধীরে হারিয়ে যাওয়া প্রায় মৃৎ/মৃত্তিকা শিল্প সম্পদায়কে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।