বেনে বুড়ির মুড়ির দোকান
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২৯-০৩-২০২৪

গাঁয়ের শেষে কুঁড়েঘর এক, সেথা থাকে বেনে বুড়ি,
সকাল সাঁঝে বসে বসে সে, ভাজে খই আর মুড়ি।
আত্মীয় স্বজন কেহ নাই তার, একা থাকে সে ঘরে,
পথের ধারে দোকানেতে বসে, ঝালমুড়ি বিক্রি করে।

বেনে বুড়ির মুড়ির দোকান, গাঁয়ের পথের বাঁকে,
তেলেভাজা, চপ, সিঙ্গারা, ঝুড়িতে তার থাকে।
মাটির ভাঁড়ে চা খেতে, সবাই চা- দোকানে আসে,
বেনে বুড়ির মুড়ির দোকান, গাঁয়ের পথের পাশে।

বেনে বুড়ির মুড়ির দোকান, পথের ধারে এক কোণে,
পয়সা পেলেই বেনে বুড়ি, তা ভাল করেই গোনে।
তিন কূলে তার কেউ নাই, বেনে বুড়ি শুধু একা,
দোকানে তার আস যদি, তবেই পাবে তার দেখা।

পাঁচ পয়সায় ছোলা ভাজা, দু পয়সায় ঝাল মুড়ি,
কারো কথার ধার ধারে না, সুখেই আছে বুড়ি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।