প্রতিনিয়ত (অণুকবিতা)
- সৌম্যকান্তি চক্রবর্তী

এক প্রায়ান্ধকার সরনী পেরিয়ে
এক অনন্ত জীবনের প্রকাশ দেখেছি ,
কুয়াশাচ্ছাদিত কুহেলিকাময় এই জীবনে
কত মুখ আর মুখোশ দৃশ্যমান ,
প্রতিনিয়ত কত মিথ্যাচার দেখেছি ,
কত প্রত্যক্ষ আর পরোক্ষ বার্তালাপ ;
কত নিরীহ আর অসহায় বিলাপ ,
কত ক্রূর হাসি আর পাগল প্রলাপ ,
সব দেখছি ,দেখে যাচ্ছি হয়ত বা
ভবিষ্যতেও আরো বেশী ক'রে দেখব !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১১-২০১৫ ০১:১৮ মিঃ

বেশ ভাল আগেই পড়েছি।