উত্তম অধম
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

ক্ষতি থেকে লাভ
দুঃখ আছে তাই সুখের দাম
ভালোর আড়ালে মন্দ পালায়
আলো এলে আধার লুকায়।

হাসির গহীনে লোকানো কান্না
জীবনে এই ছলনা আর না,
শুধরে নিয়ে যতো ভুল
ফিরে পাবো নতুন কুল।

সদা রভ মিশে সর্বজন পাশে
বিলিয়ে দেব মন-প্রান নয় মিছে
উজার করে এই হৃদয় মাঝে
জড়িয়ে মনুষ্যত্ব,সকাল-সাঝে।

দুঃখ নিয়ে বাঁচা দায়
তাই তো সদা সুখের অভিনয়
কালোর পাহাড়ে ঊষার আলো
নতুনের আগমনে পুরনো কোথায় গেলো।

২৩ অক্টোবর ২০১৫ ইং
দাম্মাম,সৌদিআরব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।