আজ অর্ধযুগ পর
- রুহুল আমীন রৌদ্র

আজ অর্ধযুগ পর,
মনের এ জীর্ণ আকাশে ফের,
তোমার সবল ডানায় সহাস্য উড়াউড়ি।
সেই যে কবে,
কালবৈশাখী ঝড়ে,
মুখথবড়ে পড়ে ভেঙেছিল ভাগ্যের ডানা।
বিষাদের প্রকান্ড প্রস্তর আমার বুকে চেপে,
উড়ে গিয়েছিলে তুমি।
আজো পারিনি,
দুর্ভাগ্যের সেই শিকল ছিঁড়তে।
আমার এ আকাশ আজ ম্লান, অভিমানী,
তিমিরের ঘনঘটা,
অস্তাচল সবিতা।
নিভু নিভু প্রদীপের সলতে টেনে,
আগুন জ্বালাতে,
আর এসো না।
জানি, এ তোমার ফিরে আসা নয়,
ঘৃণার শরে আহত পাঁজর ভাঙা।
----০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।