অপসংস্কৃতি
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

ইদানীং ফেইজবুকে দেখি হঠাৎ করে
মদন আলীরা হয়ে যায় খান,
হাঁসি দুখে,কাঁদি সুখে বাঁচেনা প্রান।
কদম আলী গ্রাঁয়ের কৃষান
সেও দেয় ফেইজবুকে ফেলকি
বহুত আচ্ছা পোছ দেয়-
ব্যাংচি কেটে তোলে সেলফি।
লন্ডনে কথা বলে ইমু,স্কাইপি ম্যাচেঞ্জারে
আধা ব্যাপারী সেও দুনিয়ার সব খবর যানে।
ফসলে মালাই পোঁকা এম.এম.এস করো শাইখ সিরাজকে
কৃষি কর্মকর্তা কীট্‌নাশক দিয়ে পাঠান পিওন মিরাজকে।
ভিডিও কলে হয় প্রতিরোধ কীট্‌ বালাই
আসে ফিরে খুশী পোরা পাড়াই।
নবান্ন উৎসবে শিল্পী চাই মুন্নি শিলা
আনন্দে নাচে চোট বড় সব্বাই মিল্লা।
ডির্স এন্টিনা গ্যাস লাইন প্রায় গাঁয়ে পাই
আকাশ সংস্কৃতির যুগে ঐত্যির্য ভুলাই।
তবিরের ছেলে মরল কালা জ্বারে
কাপনের কাপড় নেই শব রইল পরে,
দুই দিন পরে পেল রহিম তার খবর,
পাঠালো কাপনের খরচ তবিরের বরাবর।
পাশের বাড়ীতে শোক মাতাম এখানে বার্ডডে প্রার্টি,
স্নেহ,মমতা পাবেনা খুজে দিয়ে চালান বাটি।
ছেলে রাখেনা বাপের খবর কেমনে রাখে নাতী,
তাই তো আজ বৃদ্ধাশ্রমে বুড়া-বুড়ীর শেষ ঘাঠি।
সব খানে একই গাঁও থেকে সিটি
হারিয়েছে মায়া-মহব্বত সম্প্রতি।
নিজেরে নিয়ে বেশী ভিজি
তাইতো আজ সব এতো সুজি।
পাইনা ভাল,সাদা মনের মানুষ খুজি
অপসংস্কৃতিতে হারালো সবই বুঝি।

২৭ অক্টোব র ২০১৫ ইং
সময়ঃ-০৫ঃ১৫ মিঃ
দাম্মাম,সৌদি আরব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।