প্রিয়া
- ফয়েজ উল্লাহ রবি - আঁধারে আলোর রেখা ১৯-০৫-২০২৪

আসছি তোমার বাড়ী এই কথা খাঁটি
গড়বো যে আজ ভালবাসার ঘাঁটি,
জ্বলবে আলো নিভে না বাতি
আমিই হবো শুধু তোমার পতি।

হৃদয় উজার করে বাসবো ভাল
যদিও আমার গায়ের রং কালো,
আমার পায়ে-পা মিলিয়ে যদি চল-
থাকবে তো পাশে,সত্যি করে বলো।

তুমিই আমার এক মাত্র প্রিয়
তোমার হৃদয়ে জায়গা করে দিও,
তুমি ছাড়া বাঁচব না জেনে নিও
থাকবো,আছি তোমারই কাছে বুঝিও।

শূর্ণ আমি নিঃস্ব আমি তোমায় দিয়ে মন
তোমায় না পেলে যাব না চলে করেছি পন,
সঙ্গে যাব দূর সীমানায় তোমায় নিয়ে
সুখী করবো,যদি লাগে জীবন দিয়ে।

তুমি আমার শুধুই আমার তুমি ছাড়া নেই কিছু
সেই যে নিলাম জান কি কবে? তোমার পিছু,
ভালবাসি অনেক বেশী,ও আমার জান,
দেব উজার করে,তোমার তরে এই প্রাণ।

তুমি আমার প্রেয়সী প্রিয়া
বুকের গভিরে জায়গা দিয়া,
আজ বে-ঘর যাযাবর এই হিয়া
গেলে দূরে সরে আমায় না নিয়া।

হারলে কোথায় কোন দূরে-
আজানা কোন আচিন পুরে,
ডাকি তোমায় গানের সুরে
আসো ফিরে এই জীবনে।

তোমার প্রতিক্ষায় কাটে প্রহর
লাগেনা যেন চাঁদে গ্রহণ,
জানি আসবে সু-প্রভাত যবে
তখনই তুমি আসবে তবে।

২৮ অক্টোবর ২০১৫ ইং
সময়ঃ-১১ঃ১৫ মিঃ
দাম্মাম,সৌদি আরব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।