কবি আর কবিতা কখনো বিয়ের কথা বলে না
- মুহাম্মাদ শরিফ হোসাইন

সময়টা ভীষণ খারাপ ,তোমায় যে খুঁজে নিবো - সেই সাহসটুকু নেই
বয়সটাও পঁচিশ ছুঁই-ছুঁই।

আগে,বহু আগে আমি মুক্তি চাইতাম
অথচ এখন তোমার মায়ার মোহে বন্ধী হতে চাই।

যখন দেখি বয়সী কেও
তার আধা-বয়সী শয্যা-সঙ্গিনী নিয়ে হেঁটে চলে
তখন খুব ইচ্ছে করে।
অর্থ নেই, আসার রাস্তাও নেই
অথচ তুমি আছো, রক্ত-মাংসের শরীরে নয়,
আমার চিন্তা,আমার মজ্জায়।

কেন জানি মনে হয়
তুমি এলেই পৃথিবী'র প্রায় সব অর্থ-কড়ি আমাদের সন্তান হবে
তারপর.. আমরা দু'জন এই পৃথিবী ছাড়বো অনর্থক।

মানসী, তুমি আমার মনের মতো হবে তো?
না হলেই বা কি !
এমন পাগলামি করবো, শেষে মনে করবে
আমি ই তোমার মতো।
এত্তো ভালবাসবো তোমায়, বুঝতে পারছেন?
এত্তো ভালবাসবো আপনায়, হিংসে হবে আপনারও
ইস,আমি কেন ভালবাসতে পারি না নিজেকে,তার মতো।
মনে রেখো..


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।