জীবনে চলার সাথী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো মোর হৃদয়কারা।
হৃদয়মাঝে তুমি যে আমার আঁধার রাতের তারা।
তোমার রূপে মোর মুগ্ধ আঁখি
বারেবারে তাই তোমারে দেখি,
মনের জগতে তুমি আমার জীবন নদীর ধারা।
বিশ্বজুড়ে চলার পথে আমি পথিক, পথহারা।
জীবনপথে চলতে গিয়ে,
ধন্য আমি তোমায় পেয়ে,
এগিয়ে এসে হাতটি ধরো হই যদি কভু দিশাহারা।
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা।
মোর চলার পথে তুমি সাথী
আমার জীবনে ব্যথার ব্যথী
সংসারে জীবন চলার পথে তুমি যে আমার ধ্রুবতারা।
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো মোর হৃদয়কারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।