নব অরুণোদয় ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
কত প্রতিবন্ধকতা তাও স্বপ্ন দেখি ..
স্বপ্ন দেখার ব্যাকুলতায় ,
জীবনের কত জটিলতায় ,
তোমাকে নিয়ে জীবন গড়ার ইচ্ছে ;
তুমিও তো কত অপূর্ণ আকাঙ্খা
বুকে নিয়ে একটা বিষন্ন জীবন
যাপন করছ , ইচ্ছেগুলো উড়তে চায় !
কিন্তু উড়ান পাচ্ছে কি ? জীবন তো
এরকমই , সবাই তো সবকিছু পায় না !
কিন্তু দেখবে একদিন কালো মেঘ অপসৃত
হবে উদীয়মান সূর্যের আভাতে ,
তুমি , আমি আর আমরা সুখের মুখ দেখব, নব অরুনোদয়ের অনিবার্য সূচনার প্রভাবে ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।