নববর্ষের কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা
নতুন সকাল সূর্য ওঠে,
ফুলকলি সব উঠল ফুটে,
শীতের সকাল কাপে গরম চা ;
ব্রেড আর কেক-এ মন ভরে না,
পেলে পরোটা দুই-চারখানা
নলেন গুড় আর সাথে আলুভাজা।
হায়রে মরি একি হলো
সকাল সকাল বর্ষা নামলো
নববর্ষের আমেজ সবই হলো মাটি;
গরম গরম খিচুড়ি তার সাথে,
পাঁপড় ভাজা রইবে তাতে,
স্বাদটি হবে আহা মরি! দারুণ পরিপাটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।